Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ফকিরহাট  উপজেলা

ফকিরহাট ২২.৭৮০৬° উত্তর অক্ষাংশ ও ৮৯.৭০৮৩° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ফকিরহাট উপজেলা বাগেরহাট জেলার পশ্চিমাংশে অবস্থিত। এই এলাকার আয়তন ১৬০.৬৮বর্গকিলোমিটার এবং এখানে (জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী) মোট ৪১,০৫৬ পরিবার বসবাস করে। ফকিরহাট  উপজেলার জনসংখ্যা (জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী) ১,৫৯,০১৩ জন। এই উপজেলার স্বাক্ষরতার হার (জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী) ৮২.২০%। এই উপজেলার উত্তরে খুলনা জেলার রূপসা উপজেলামোল্লাহাট উপজেলা, দক্ষিণে রামপাল উপজেলা, পূর্বে বাগেরহাট সদর উপজেলাচিতলমারী উপজেলা, পশ্চিমে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলারূপসা উপজেলা

এই উপজেলার ইউনিয়নগুলো হচ্ছে -

বেতাগা ইউনিয়ন

লখপুর ইউনিয়ন

পিলজংগ ইউনিয়ন

ফকিরহাট ইউনিয়ন

বাহিরদিয়া মানসা ইউনিয়ন

নলধা মৌভোগ ইউনিয়ন

মূলঘর ইউনিয়ন, ফকিরহাট

শুভদিয়া ইউনিয়ন

১৯৬৯ সালের ০৭ জুন ফকিরহাট পুলিশ স্টেশন স্থাপিত হয়। ১৯৮৩ সালের ১ আগস্ট ফকিরহাটকে মান উন্নিত থানা হিসাবে পরিগণিত করা হয়। উপজেলার নামকরণ সম্পর্কে সঠিকভাবে কিছুই জানা যায় না। তবে জনশ্রুতি আছে যে, ফকির মঙ্গল শাহ্ নামে এক আধ্যাতিক মুসলিম সাধক ভৈরব নদীর দক্ষিণ তীরে পুলিশ স্টেশনের কাছে তার আস্তানা তৈরী করেন। জানা যায় যে, অলৌকিক ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন এই সাধক পুরষ। কালে কালে তার আস্তানাকে কেন্দ্র করে দোকান পাট বসতে থাকে। কালক্রমে তা বৃদ্ধি ও প্রসার লাভ করে হাটে রুপান্তরিত হয়। ফকিরের আস্তানাকে কেন্দ্র করে গড়ে উঠা এই হাট পরবর্তীতে ফকিরহাট নামে পরিচিতি লাভ করে।